ভূমিকাঃ সকালে রঙ্গীন সূর্য্য উঠার সাথে সাথেই দিনের আলোয় আলোকিত হয় আমাদের নগর ইউনিয়ন। কালের আর্বতনে বর্ষার বিশাল জলরাশির মধ্যে ভাসমান ফেনার মত টুকরো টুকরো গ্রাম আর হেমন্তে সবুজের সমারোহ বিরাজমান আমাদের নগর ইউনিয়ন। নগর আদমপুর গোয়ালবাড়ী নেত্রকোণাজেলার খালিয়াজুরী উপজেলায় ৪নং নগর ইউনিয়ন পরিষদ অবস্থিত। কাল পরিক্রমায় আজ নগর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বক্রিয়তা আজও সমুজ্জ্বল।
ভূমিকাঃ
ক) নাম – নগর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৯৬১৭.৮৩ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৯,৪২৮ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১৩ টি।
ঙ) মৌজার সংখ্যা – ১৪টি।
চ) হাট/বাজার সংখ্যা -০৩টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – ইঞ্জিন চালিত নৌকা এবং সিএনজি রিক্সা ।
জ) শিক্ষার হার – ৭০%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৫টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৪টি,
উচ্চ বিদ্যালয়ঃ ০২টি,
মাদ্রাসা- .........টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব অজিত বরণ সরকার
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ০১টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ........./ নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – .........ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০৫-০৭-২০১৬.ইং
২) প্রথম সভার তারিখ – ০৪/০৮/২০১৬ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিখ – ..৪-৮-২০২১ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
আদমপুর |
গোয়ালবাড়ী |
নয়াগাও |
তাতিঁয়া |
বল্লভপুর |
পাচগাছিঁয়া |
গন্ডামারা |
উদয়পুর |
বাঘাটিয়া |
সগ্র্যাখাই |
হায়াতপুর |
খোসালপুর |
চাদঁপুর |
|
|
ণ) ইউনিয়ন পরিষদ জনবলঃ
১) নির্বাচিত ইউনিয়ন সদস্যঃ ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিবঃ ০১ জন।
৩) ইউনিয়ন পরিষদ উদ্যোক্তাঃ ০২জন
৪) ইউনিয়ন গ্রাম পুলিশঃ ১০ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস